অনলাইন ডেস্ক:
ইসরায়েলি হামলা ও অবরোধের কারণে গাজায় মানবিক বিপর্যয় তীব্র আকার ধারণ করেছে। যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল-প্ররোচিত খাদ্য সংকট ও ক্ষুধায় এখন পর্যন্ত ২১৭ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যার মধ্যে অন্তত ১০০ জন শিশু।শনিবার (৯ আগস্ট) থেকে রবিবার পর্যন্ত ইসরায়েলি বাহিনীর বিভিন্ন স্থানে হামলায় আরও অন্তত ৮ জন নিহত হয়েছেন। একইসঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সপ্তাহান্তে বিশেষ বৈঠক ডাকছে, যেখানে গাজা সিটি দখল ও প্রায় এক মিলিয়ন ফিলিস্তিনিকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার ইসরায়েলের পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, চলমান যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৬১ হাজার ৩৬৯ জন ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ৫২ হাজার ৮৫০ জন আহত হয়েছেন। অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত এবং ২০০ জনেরও বেশি বন্দি হয়েছিল।গাজার পরিস্থিতি ঘিরে বুয়েনস আয়ার্স, লন্ডন, ইস্তানবুলসহ বিশ্বের বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে। প্রতিবাদকারীরা অবিলম্বে যুদ্ধ বন্ধ ও মানবিক সহায়তা পৌঁছানোর আহ্বান জানাচ্ছেন।
সূত্র: আল জাজি