অনলাইন ডেস্ক :
গাজা সিটি দখল ও প্রায় এক মিলিয়ন ফিলিস্তিনিকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার ইসরাইলের পরিকল্পনার বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছেন বিভিন্ন দেশের প্রতিনিধি।গাজা উপত্যকাজুড়ে ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। শনিবার এসব হামলায় অন্তত ৫২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলি অবরোধ ও হামলার কারণে সৃষ্ট ক্ষুধায় মৃত্যু হয়েছে ২১৭ জনের, যার মধ্যে ১০০ শিশু রয়েছে।এদিকে বুয়েনস আয়ার্স, লন্ডন ও ইস্তানবুলসহ বিশ্বের বিভিন্ন শহরে হাজারো মানুষ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের হামলা বন্ধ ও গাজায় অবাধ ত্রাণ সহায়তা পৌঁছানোর দাবিতে বিক্ষোভ করেছেন।ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরাইলের গাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৬১ হাজার ৪৩০ জন নিহত ও ১ লাখ ৫৩ হাজার ২১৩ জন আহত হয়েছেন। অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরাইলে নিহত হয় ১ হাজার ১৩৯ জন এবং দুই শতাধিক মানুষকে আটক করা হয়।অন্যদিকে, ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, উত্তর গাজা থেকে দুটি রকেট নিক্ষেপের পর শুজাইয়া এলাকায় রকেট উৎক্ষেপণ স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা কুদস ব্রিগেড জানিয়েছে, তারা নাহাল ওজ ও সা’আদ কিবুটজে রকেট হামলা চালিয়েছে।
সূত্র: আল জাজিরা