অনলাইন ডেস্ক :
ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, তারা রাশিয়ার সারাতোভ অঞ্চলের একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। শনিবার রাতে চালানো এ হামলার পর রাশিয়া-ইউক্রেনের মধ্যে আকাশপথে হামলা-পাল্টা হামলার মাত্রা আরও বেড়েছে।সারাতোভের গভর্নর রবিবার জানিয়েছেন, হামলায় একজন নিহত এবং কয়েকটি আবাসিক ভবন ও একটি শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি তেল শোধনাগারে আঘাতের বিষয়ে কিছু বলেননি।আল জাজিরার মস্কো প্রতিনিধি ওসামা বিন জাভায়েদ জানিয়েছেন, ইউক্রেনীয় ড্রোন এখন আগের তুলনায় রাশিয়ার গভীরে প্রবেশ করে হামলা চালাচ্ছে, যেখানে আগে লক্ষ্যবস্তু ছিল মূলত দক্ষিণ ও পশ্চিম সীমান্তবর্তী অঞ্চল। ইউক্রেনের দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।এদিকে, ইউক্রেনীয় সেনারা সুমি অঞ্চলের বেজসালিভকা গ্রামটি রুশ বাহিনীর দখল থেকে পুনর্দখল করেছে বলে জানিয়েছে। সামরিক বাহিনীর দাবি, এ অভিযানে ১৮ জন রুশ সেনা নিহত হয়েছে।ইউক্রেন যুদ্ধের চতুর্থ বছরে ইউরোপীয় নেতারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ১৫ আগস্ট আলাস্কায় অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন। বৈঠকে যুদ্ধ অবসানের বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।অন্যদিকে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওডেসা অঞ্চলে নিষিদ্ধ সৈকতে সাঁতার কাটতে গিয়ে অবিস্ফোরিত মাইন বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। স্থানীয় গভর্নর ওলেহ কিপার জানিয়েছেন, রুশ আগ্রাসনের পর থেকে এসব সৈকতে মাইন ছড়িয়ে থাকায় সাঁতার নিষিদ্ধ ঘোষণা করা হলেও কিছু মানুষ নিষেধাজ্ঞা অমান্য করায় এ দুর্ঘটনা ঘটে।
সূত্র: আল জাজিরা,সংবাদ মাধ্যম।