রংপুর প্রতিনিধি:
ইসলাম শান্তির ধর্ম, আর এ ধর্মে রয়েছে মানুষের জন্য কল্যাণকর জীবনব্যবস্থা। এমন আত্ম-উপলব্ধি থেকে রংপুরের বদরগঞ্জ উপজেলার পৌরসভা চাঁদ কুটির ডাঙ্গা এলাকায় একই পরিবারের ৫ জন সনাতন (হিন্দু) ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।সোমবার (১১ আগস্ট) দুপুরে রংপুর নগরীর আলজামিয়াতুল করীমিয়া নুরুল উলুম মাদ্রাসায় ধর্মীয় রীতি মেনে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন।আজ সোমবার রংপুরে নোটারী পাবলিকের কার্যালয়ে হাজির হয়ে শপথ ও প্রতিজ্ঞা করে সেচ্ছায় (ধর্ম বিষয়ক) এফিডেভিট করে একই পরিবারের ৫ জন সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।এফিডেভিট সূত্রে জানা যায়, রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার পৌরসভার চাঁদকুটির ডাঙ্গা গ্রামের গণেশ দাস বর্তমান মো. আব্দুল্লাহ,রঞ্জন কুমার দাস বর্তমান ফুজাইল মুয়াজ,সাজন কুমার দাস বর্তমান মো. সাইফুল্লাহ সাইফ,রিশান কুমার দাস বর্তমান মো আয়ান আহমেদ,বুলবুলি রানী দাস বর্তমান মোছা আমিনা বেগম ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে গত সোমবার স্বপরিবারে নোটারী পাবলিকের কার্যালয়ে হাজির হয়ে নাম পরিবর্তন করে।ফুজাইল মুয়াজ (সাবেক নাম রঞ্জন দাস) বলেন,কয়েক বছর আগেই ইসলাম নিয়ে আমি জানার চেষ্টা করি। তখন ইসলামের প্রতি আমার আকাঙ্খা ও ইচ্ছা বৃদ্ধি পায়। এই জানা থেকে বিভিন্ন ভিডিও, বক্তার ওয়াজ, কোরআন, হাদীস এসব পড়তাম। এসব পড়ে মনে হয়েছে এইটাই কমিপ্লট রিলিজিয়ন। তখন আমার ফ্যামিলি মেম্বারদের সবাইকে বুঝাই ইসলামে চলে আসতে। আমার পরিবারে বাবা-মা ও আমরা তিনভাইসহ ৫ সদস্যই ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমাদের উপর কেউ চাপ প্রয়োগ করেনি কিংবা আমাদের কোন অভিমানও নেই।সাজন কুমার দাস বর্তমান মো. সাইফুল্লাহ সাইফ ইসলাম ধর্ম গ্রহণ শেষে জানান, শৈশব থেকেই আমি ইসলাম ধর্মের প্রতি দুর্বল ছিলাম। দীর্ঘ সময়ে মুসলমানদের রীতিনীতি পর্যালোচনা করে আল্লাহ এবং প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা:) প্রতি বিশ্বাস রেখে স্বপরিবারে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করি।এ বিষয়ে করীমিয়া নুরুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফেজ ইদ্রিস আলী বলেন, আমাদের মাদ্রাসায় বদরগঞ্জের একই পরিবারের ৫ সদস্য এসেছিল ইসলাম ধর্ম গ্রহণের জন্য। আজ সোমবার বাদ যোহর আমি নিজেই তাদের কালেমা পড়িয়েছি। আশা করছি তারা ইসলামের জীবন-বিধান মেনে বাকী জীবন আল্লাহর রাস্তায় কাটিয়ে দেবেন। এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম আতিকুর রহমান বলেন, আমি বিভিন্ন গণমাধ্যমে শুনেছি ও দেখতে পাই তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এর থেকে আর বেশি কিছু জানি না।