বাহুবল উপজেলার হিলালপুর জামে মসজিদের পাশ থেকে এক মানসিক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে লাশ উদ্ধার করা হয়। সে বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের তারা মিয়ার ছেলে শফিক মিয়া (৩৫)। তার ভাই জানান, কয়েক মাস ধরে শফিক বাড়ি ছাড়া ছিল।স্থানীয়রা জানান, ফজরের নামাজের পর মসজিদের পাশে মরদেহ দেখতে পান মসজিদের ইমাম ও মুসল্লীরা। পরে মসজিদ কমিটির সেক্রেটারি শাহাবুদ্দিন তাট ফেইসবুকে একটি পোস্ট করেন। এর মাধ্যমে জানতে পেরে শফিক মিয়ার স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশ সনাক্ত করেন। পরে পুটিজুরী ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ মতুজ আলী লিটন ও ওয়ার্ড মেম্বার আজিজুর রহমান থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। এ বিষয় বাহুবল মডেল থানার অফিসার ইনর্চাজ জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।