অনলাইন ডেস্ক
গাজায় ইসরায়েলের আগ্রাসী হামলা অব্যাহত রয়েছে। সোমবার ভোরে বিমান হামলায় আরও ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে, আল জাজিরার পাঁচ সাংবাদিককে হত্যার ঘটনায় ফিলিস্তিনসহ বিশ্বজুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।রামাল্লা, লন্ডন, বার্লিন ও তিউনিসসহ বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা গাজায় সাংবাদিকদের উপর লক্ষ্যভিত্তিক হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যায়িত করে এর বিচার দাবি করেন।জাতিসংঘ ঘটনাটিকে “আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন” বলে উল্লেখ করেছে। ইউরোপীয় ইউনিয়ন, চীন এবং ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র জার্মানিও হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে।এদিকে, গাজার খাদ্যসংকট আরও গভীর হয়েছে। অপুষ্টিতে ভুগে মোহাম্মদ জাকারিয়া খাদের নামে আরও এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ হিসাবে, খাদ্যাভাব ও অপুষ্টিতে এখন পর্যন্ত ২২২ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১০১ জন শিশু।ইসরায়েলের চলমান হামলায় এ পর্যন্ত অন্তত ৬১ হাজার ৪৯৯ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৫৩ হাজার ৫৭৫ জন আহত হয়েছেন। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত এবং ২০০ জনের বেশি আটক হয়েছিল।
সূত্র: আল জাজিরা, সংবাদ মাধ্যম