অনলাইন ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে স্থানীয় পুলিশ বিভাগের নিয়ন্ত্রণ নিয়ে ৮০০ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছেন। সোমবার (১১ আগস্ট) হোয়াইট হাউসে আয়োজিত ৭৮ মিনিটের সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্ত ঘোষণা করেন।ট্রাম্প জানান, “আমরা আমাদের জাতির রাজধানীকে অপরাধ, রক্তপাত, বিশৃঙ্খলা ও অরাজকতা থেকে উদ্ধার করব। আজ ডিসির মুক্তির দিন।” এ সময় তার পাশে ছিলেন মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি, যিনি ফেডারেল নিয়ন্ত্রণের সময় ডিসি মেট্রোপলিটন পুলিশ বিভাগের কার্যক্রম তদারকি করবেন।তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমার ক্ষমতাবলে ডিসি হোম রুল অ্যাক্টের ৭৪০ ধারার অধীনে আমি ডিসি মেট্রোপলিটন পুলিশ বিভাগকে সরাসরি ফেডারেল নিয়ন্ত্রণে নিচ্ছি।”পেন্টাগনের তথ্য অনুযায়ী, সক্রিয় করা ৮০০ ন্যাশনাল গার্ড সদস্যের মধ্যে ১০০ থেকে ২০০ জন স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবে। যদিও ২০২৩ সালে ওয়াশিংটনে সহিংস অপরাধের হার বৃদ্ধি পেয়েছিল, সাম্প্রতিক তথ্য বলছে তা দ্রুত হ্রাস পাচ্ছে।স্থানীয় অধিকার আন্দোলনকারী সংগঠনগুলোর দাবি, এ পদক্ষেপ রাজধানী বাসিন্দাদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের ওপর বড় আঘাত এবং এটি “স্বৈরতান্ত্রিক প্রবণতা”র বহিঃপ্রকাশ।
সূত্র: আল জাজিরা, সংবাদ মাধ্যম