অনলাইন ডেস্ক
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় ভোগান্তি ও মানবিক বিপর্যয়ের বাস্তবতা “অস্বীকার” করছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায় এখন বলছে, “যথেষ্ট হয়েছে”।সোমবার অস্ট্রেলিয়া ঘোষণা করেছে, তারা আগামী মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। আলবানিজ জানান, ফ্রান্স, কানাডা ও যুক্তরাজ্যের সঙ্গে একযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।গত সপ্তাহে নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলাপের সময় আলবানিজ তাকে এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, গাজার গুরুতর মানবিক পরিস্থিতি ও ইসরায়েল সরকারের প্রতি বৈশ্বিক হতাশা অস্ট্রেলিয়ার এ সিদ্ধান্তে ভূমিকা রেখেছে।আলবানিজ অভিযোগ করেন, নেতানিয়াহু এখনও গত বছরের মতো একই যুক্তি দিচ্ছেন যে, গাজায় আরও সামরিক পদক্ষেপ নিলে ভিন্ন ফল আসবে। কিন্তু বাস্তবে অক্টোবর ২০২৩ থেকে চলমান ইসরায়েলি অভিযানে গাজায় ৬১ হাজার ৫০০-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, “চেষ্টা করার ঝুঁকি কিছুই নয়, তুলনায় এই মুহূর্তকে হারানোর বিপদ অনেক বড়।”
সূত্র: আল জাজিরা, সংবাদ মাধ্যম