অনলাইন ডেস্ক :
খুলনা, ১১ আগস্ট ২০২৫: খুলনা জেলা পুলিশের আয়োজনে খুলনা জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা জুন ২০২৫ উপলক্ষ্যে দ্বিতীয় দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।দ্বিতীয় দিনে Physical Endurance Test (PET) অনুষ্ঠিত হয়, যার মধ্যে ছিল দৌড়, পুশ আপ, লং জাম্প ও হাইজাম্প। খুলনা জেলা পুলিশের পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি জনাব টি, এম, মোশাররফ হোসেন মহোদয় উপস্থিত থেকে পরীক্ষা তদারকি করেন। এছাড়াও নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যগণ, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিগণ, এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত থেকে নিয়োগ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় সহযোগিতা করেন।পরীক্ষায় অংশগ্রহণকারী খুলনা জেলার প্রার্থীরা তাদের শারীরিক সক্ষমতা প্রমাণের জন্য বিভিন্ন ধাপে এই কঠোর পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা চলাকালে উঁচুমানের শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখা হয়।খুলনা জেলা পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষার বাকি কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে