অনলাইন ডেস্ক :
গতকাল সোমবার রাত আনুমানিক ১১টা নাগাদ খাগড়াছড়ির গুইমারা উপজেলার বরইতলী এলাকায় সেনাবাহিনীর গোপন অভিযানে ইউপিডিএফ মূল দলের এক কালেক্টরকে অস্ত্র ও কার্তুজসহ আটক করা হয়েছে।২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্দুকছড়ি জোন সদর হতে ওয়ারেন্ট অফিসার (ডিএমটি) আব্দুল লতিফের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল রাত্রিকালীন টহল চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধ কাঠের গাড়িতে চাঁদা আদায়রত অবস্থায় কালেক্টর কলইপা ত্রিপুরা (৩৫) কে আটক করা হয়। তার কাছ থেকে ০১টি দেশি লং গান (এলজি), ০১ রাউন্ড কার্তুজ এবং ০১টি বাটন ফোন উদ্ধার করা হয়।আটক কলইপা ত্রিপুরার বাড়ি গুইমারা উপজেলার বরইতলী গ্রামে। তিনি কলইপা ত্রিপুরার পুত্র, পিতা দয়া ভোষন ত্রিপুরা এবং মাতা সাবেত্রী ত্রিপুরা। আটক ব্যক্তিকে পরে গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, উক্ত ইউপিডিএফ সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। সেনাবাহিনী জানায়, পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে, পাহাড়ি ও বাঙালিদের কাছ থেকে অবৈধ চাঁদা উত্তোলন এবং শান্তি বিনষ্টকারী সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে