অনলাইন ডেস্ক :
গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৮৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ৫১৩ জন। নিহতদের মধ্যে ৩১ জন ত্রাণ সংগ্রহে আসা সাধারণ মানুষ ছিলেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।এছাড়া চলমান অবরোধ ও খাদ্য সংকটে আরও পাঁচ ফিলিস্তিনি, যার মধ্যে দুই শিশু রয়েছে, অনাহারে মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে ক্ষুধাজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৭ জনে, যার মধ্যে ১০৩ শিশু।এর মধ্যে ইসরায়েলি হামলায় নিহত আল জাজিরার চার সাংবাদিকের জানাজা অনুষ্ঠিত হয়েছে। তাদের হত্যার ঘটনায় লন্ডন, বার্লিন, তিউনিস ও রামাল্লাহসহ বিশ্বজুড়ে বিক্ষোভ হয়েছে।ইউরোপীয় ইউনিয়ন, চীন ও ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র জার্মানি এ হামলার নিন্দা জানিয়েছে। জাতিসংঘ একে “আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন” বলে উল্লেখ করেছে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৬১ হাজার ৫৯৯ জন নিহত এবং ১ লাখ ৫৪ হাজার ৮৮ জন আহত হয়েছেন। অপরদিকে ওই দিন ইসরায়েলে হামলায় ১ হাজার ১৩৯ জন নিহত ও ২০০-এর বেশি মানুষ আটক হয়েছিল।
সূত্র: আল জাজিরা,