অনলাইন ডেস্ক :
মালির রাজধানী বামাকোতে সাম্প্রতিক দিনে ডজনখানেক সেনা সদস্যকে আটক করা হয়েছে, যাদের মধ্যে আছেন দুই শীর্ষ জেনারেল। এসব আটক অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগে করা হয়েছে বলে অনানুষ্ঠানিক সূত্র জানিয়েছে।স্থানীয় সূত্রের বরাত দিয়ে ফরাসি গণমাধ্যম RFI জানিয়েছে, অন্তত ৫০ জন সেনা আটক হয়েছেন, তবে Reuters এর তথ্যমতে সংখ্যা ৩৬ থেকে ৪০ জন। আটককৃতদের মধ্যে রয়েছেন উত্তরাঞ্চলীয় মপতি অঞ্চলের সাবেক সামরিক গভর্নর আব্বাস দেম্বেলে, যিনি রোববার সকালে কাটি শহরের নিজ বাসভবন থেকে আটক হন। দেম্বেলে ২০১২ সালের গৃহযুদ্ধে সক্রিয় ভূমিকা রাখেন এবং সেনাদের মধ্যে জনপ্রিয় একজন কর্মকর্তা হিসেবে পরিচিত।অন্যদিকে আটককৃতদের মধ্যে রয়েছেন বিমানবাহিনীর জেনারেল নেমা সাগারা, যিনি মালির অন্যতম উচ্চপদস্থ নারী সামরিক কর্মকর্তা এবং ২০১৩ সালের গৃহযুদ্ধে অংশ নিয়েছিলেন।সাম্প্রতিক এই গ্রেপ্তার মালিতে প্রথমবারের মতো সেনাবাহিনীর নিজ সদস্যদের বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টার অভিযোগে অভিযানের ইঙ্গিত দিচ্ছে। যদিও দেশটির সামরিক সরকার এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।মধ্য সাহেল অঞ্চলের স্থলবেষ্টিত দেশ মালি দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা সংকটে জর্জরিত। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক গ্রেপ্তার দেশটির অভ্যন্তরীণ সামরিক অস্থিরতাকে নতুন মাত্রা দিয়েছে।
সূত্র: আল জাজিরা,