অনলাইন ডেস্ক :
গাজায় ভোর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ১৯ জন ছিলেন ত্রাণের সন্ধানকারী, বলে আল জাজিরাকে জানিয়েছে চিকিৎসা সূত্র।এদিকে গাজায় আল জাজিরার চার সাংবাদিক ও দুই ফ্রিল্যান্সারকে লক্ষ্য করে ইসরায়েলের হত্যাকাণ্ডের প্রতিবাদে বিশ্বজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে।ইসরায়েলি হামলার মধ্যেই হামাসের একটি প্রতিনিধি দল অস্ত্রবিরতি চুক্তির আলোচনায় অংশ নিতে মিসরে পৌঁছেছে। তবে ইসরায়েল গাজা নগর দখল, প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক উচ্ছেদ এবং দক্ষিণে নির্দিষ্ট অঞ্চলে ঠেলে দেওয়ার পরিকল্পনা চালিয়ে যাচ্ছে।২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে অন্তত ১,১৩৯ জন নিহত ও দুই শতাধিক আটক হওয়ার পর থেকে চলমান যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৬১ হাজার ৫৯৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৫৪ হাজার ৮৮ জন আহত হয়েছেন।
সূত্র: আল জাজিরা,সংবাদ