নওগাঁ’র ধামইরহাট আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগস্ট বেলা ১১ টায় পরিষদের হলরুমে ও ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে সুইজারল্যান্ড, ওয়াটারএইড বাংলাদেশ-সুইসকন্টাক্ট ও বাংলাদেশ কনসোর্টিয়ামের যৌথ সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএমডিএর উপ-সহকারী প্রকৌশলী মোঃ মোহাতাব উদ্দীন, ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মসূচীর প্রকল্প ব্যবস্থাপক মোঃ পজিদুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক ও ও ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মসূচীর অন্যান্য উন্নয়ন কর্মীবৃন্দ। অনুষ্ঠানে সকল উপস্থিতি, জনপ্রতিনিধিগণ, ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মসূচী ও দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের সহায়তায় ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা তৈরির মাধ্যমে একটি রূপকল্প ইউনিয়ন গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা তৈরি করতে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন ওয়াটার এইড বাংলাদেশের প্রতিনিধি সাইদ মোহাম্মদ আল-হাসান মাহাদী, তাঁর প্রশিক্ষণ জ্ঞানকে কাজে লাগিয়ে পরবর্তীতে ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে সক্ষম হবে। কর্মশালার সভাপতি ইউপি চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন মোস্তাক স্মার্ট আগ্রাদ্বিগুন গড়ার প্রত্যয়ে তার বক্তব্যে বলেন, ‘ইউনিয়ন পরিষদের আয় ও বাজেট সীমিত হওয়ায় আমরা সকল চাহিদা পূরণ করতে পারিনা, কারণ আমাদের কোন পরিকল্পনা নাই। এ বিষয়ে তিনি আরও বলেন, ‘পরিবার পরিচালনার জন্য আমরা যেমন পরিকল্পনা করি ঠিক তেমনি পরিষদের জন্যও এটি একটি প্রাতিষ্ঠানিক পরিকল্পনা। নির্বাচিত প্রতিনিধিরা স্থায়ী নাও হতে পারে, কিন্তু ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা দীর্ঘদিনের, জনঅংশগ্রহণের মাধ্যমে এটির যথাযথ বাস্তবায়ন সম্ভব বলে আমি মনে করি।”