সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার ২নং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নূরুজ্জামান সিদ্দিকীর বিরুদ্ধে গোরস্থানের টিআর বরাদ্দের দুই লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, রংচী গ্রামের সর্বজনীন কবরস্থানের গাইড ওয়াল নির্মাণের জন্য ইউনিয়ন পরিষদের টিআর প্রকল্প থেকে ২ লক্ষ টাকা বরাদ্দ হয়। সেই প্রকল্পে কমিটির সভাপতি ছিলেন ইউপি সদস্য মোঃ নূরুজ্জামান সিদ্দিকী। তিনি নিজের লোক দিয়ে কমিটি গঠন করে ১ লক্ষ টাকার কাজ না করেই নিয়ম বহির্ভূতভাবে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।এ ঘটনায় রংচী সর্বজনীন গোরস্থান কমিটির সভাপতি মোঃ আব্দুস ছোবান উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে বিষয়টি জানতে চাইলে নূরুজ্জামান সিদ্দিকী স্বীকার করে বলেন , তিনি প্রকল্পের ১ লক্ষ টাকা উত্তোলন করেছেন। গোরস্থানে পানি থাকায় কাজ করতে পারিনি। পানি চলে গেলে শুকনা মৌসুমে কাজ করে দিবো। আমার বিরুদ্ধে টাকা আত্মসাৎ এর অভিযোগটি সত্যি নয়।
মধ্যনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মিজানুর রহমান বলেন, ইউপি সদস্য কাজ না করেই প্রকল্পের টাকা আত্মসাতের চেষ্টা করছেন—এমন খবর আমাদের কাছে রয়েছে। পানি কমে গেলে আমরা নিজে গিয়ে সঠিকভাবে কাজ করিয়ে বাকি বিল পরিশোধ করবো। আর যদি কাজ না করে থাকে, নেওয়া টাকা আদায়েরও ব্যবস্থা আমাদের রয়েছে।মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উজ্জ্বল রায় বলেন, অভিযোগটি হাতে পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সরেজমিনে পাঠানো হবে। তদন্তে প্রমানিত হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।