গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের নাপিতের বাজারে বাকীতে চা সিঙ্গারা না দেয়ায় দু’জনকে গুলি করার ঘটনা ঘটেছে।
স্থানীয় সুত্রে জানাযায় ১৩ আগষ্ট বুধবার নাপিতের বাজারে অবস্থিত দক্ষিণ চকদারিয়া গ্রামের সিদ্দিকের ছেলে ওয়াসিমের চা দোকানে বেলা ১১টায় একই গ্রামের মৃত তয়েজ উদ্দিনের ছেলে গোলাপ (৩৬) এসে চা সিঙ্গারা খেয়ে ১০ টাকা না দিয়েই চলে যেতে ধরেন কিন্তু গোলাপ প্রায়ই খেয়ে টাকা না দিয়ে চলে যাওয়ার কারণে দোকানী ওয়াসিম বাকী দিবেনা বলে জানালে গোলাপ উত্তেজিত হয় ওয়াসিম ও গোলাপের মাঝে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। গোলাম ক্ষিপ্ত হয়ে বাসায় দৌড়ে গিয়ে পিস্তল এনে ওয়াসিমের পায়ের রানে গুলি করে চলে যেতে ধরেন।গুলির শব্দে আসপাশের লোকজন ছুটে এসে ওয়াসিম কে গুলিবিদ্ধ দেখে গোলাপকে আটকের চেষ্টা করলে গোলাপ চড়াও হয়ে তাঁদেরকেও গুলি করার জন্য এগিয়ে যেতে ধরলে তার বড় ভাই মজিদের স্ত্রী ভাবী সেলিনা আক্তার গোলাপকে বাঁধা প্রদান করলে সে সেলিনা আক্তার কেও পায়ের রানে গুলি করেন পরে পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত ঘটনা স্থল থেকে পালিয়ে জান।স্থানীয় লোকজন গুরুতর আহত ওয়াসিম ও সেলিনা আক্তার কে উদ্ধার করে দ্রুত গাইবান্ধা সদর আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান।এ-ঘটনার খবর পেয়ে গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল বিদ্রোহ কুমার কুন্ড সাদুল্লাপুর থানা ও ধাপেরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ কে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।এ-বিষয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ তাজউদ্দীন খন্দকার বলেন এ ঘটনায় মামলা প্রক্রিয়া চলমান আছে।