অনলাইন ডেস্ক:
১৩ আগস্ট ২০২৫, বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের নেতৃত্বে একটি ভার্চুয়াল ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, পোল্যান্ড, ফিনল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা।সভায় মূল আলোচনার বিষয় ছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ট্রাম্পের পরিকল্পিত আলাস্কা বৈঠকের আগে, যেখানে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন, ইউক্রেন এবং ইউরোপীয় নেতারা ট্রাম্পকে ইউক্রেনের স্বার্থ রক্ষা করার গুরুত্ব সম্পর্কে অবহিত করেন।নেটো মহাসচিবও এই ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করেন। ইউক্রেন আশা করছে যে এই বৈঠক আলাস্কা বৈঠকের ক্ষেত্রে একটি ইউরোপীয় ভারসাম্য রক্ষা করবে, যেখানে কিয়েভ আমন্ত্রণ পাননি।ভার্চুয়াল সভায় জেলেনস্কি ও ইউরোপীয় নেতারা জোর দিয়ে বলেন যে, কোনো শান্তি চুক্তি হলে তা অবশ্যই ইউক্রেনের অংশগ্রহণে হতে হবে এবং রাশিয়ার সঙ্গে আনুষ্ঠানিক যুদ্ধবিরতির আগে কোনো ভূ-খণ্ড সংক্রান্ত ছাড় দেওয়া উচিত নয়। তারা আরও বলেন, ইউক্রেনের কন্ট্রোলাধীন এলাকা থেকে সেনা প্রত্যাহার করলে তা রাশিয়ার পক্ষেও সমপরিমাণ হওয়া প্রয়োজন।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় তারা ইউক্রেনের ১৩৬টি এলাকায় হামলা চালিয়েছে এবং ১,৩০০-এর বেশি ইউক্রেনীয় সেনাকে ক্ষতিগ্রস্ত করেছে।
সূত্র আল জাজিরা, সংবাদ মাধ্যম