অনলাইন ডেস্ক:
বাংলাদেশি দুর্নীতি দমন কমিশনের (ACC) কর্মকর্তারা ব্রিটিশ সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন। সিদ্দিককে রাজধানী ঢাকা-তে সরকারি জমি অনধিকারভুক্তভাবে দখল করার অভিযোগ আনা হয়েছে, যেটিতে তার পরিবারের সম্পর্ক, বিশেষ করে অপসারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পর্কের সুযোগ নেওয়ার অভিযোগ রয়েছে।বুধবার তিনজন ACC কর্মকর্তা তিনটি পৃথক মামলায় সাক্ষ্য দেন। এই মামলাগুলোতে অভিযোগ করা হয়েছে যে, সিদ্দিক ও তার পরিবারের সদস্যরা ঢাকার বিভিন্ন সরকারি জমি দখল করেছেন।সিদ্দিক, যিনি শেখ হাসিনার ভাইবোনের মেয়ে, জানুয়ারিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কীর স্টারমারের সরকারের দুর্নীতি প্রতিরোধক মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন। পদত্যাগের পর খবর আসে যে তিনি লন্ডনে তার খালির সঙ্গে সম্পর্কিত সম্পত্তিতে বাস করতেন এবং বাংলাদেশে চলমান দুর্নীতি তদন্তে তার নাম অন্তর্ভুক্ত ছিল।মামলায় সিদ্দিকের সঙ্গে তার মা শেখ রেহানা, ভাই রাদওয়ান মুজিব এবং বোন আজমিনা একইভাবে অভিযুক্ত। চারজনকে আদালতে হাজির হওয়ার জন্য তলব করা হলেও, অভিযোগপত্র অনুযায়ী তারা গোপন থাকায় অনুপস্থিতিতে বিচার হবে।ACC-এর আইনজীবী খান মোহাম্মদ মাইনুল AFP নিউজ এজেন্সিকে বলেন, “সিদ্দিক মিথ্যা বলছেন। আমরা এ বিষয়ে তার সমস্ত প্রয়োজনীয় নথি, চিঠিপত্রসহ সব প্রমাণ সংগ্রহ করেছি। আমাদের কাছে তার বিরুদ্ধে শক্ত প্রমাণ রয়েছে।”সিদ্দিক এই পুরো প্রক্রিয়াকে “উত্তাপের প্রতিহিংসা এবং একটি নাটক” হিসেবে বর্ণনা করেছেন।
সূত্র: Al Jazeera