অনলাইন ডেস্ক:
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অ্যালাস্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন। এ সময়ে তিনি তার পূর্ববর্তী ৪৮টি মার্কিন প্রেসিডেন্টদের সঙ্গে সাক্ষাৎ ও অভিজ্ঞতা কাজে লাগাতে পারেন।২৫ বছরের রাশিয়ার শাসনামলে পুতিন পাঁচজন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন: বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন।প্রাথমিক কিছু সাক্ষাৎ ছিল তুলনামূলকভাবে বন্ধুত্বপূর্ণ, যা ঠান্ডা যুদ্ধের পর মার্কিন-রাশিয়ার সম্পর্ক উন্নয়নের আশার প্রতিফলন ঘটায়। তবে সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষ করে ওবামা ও বাইডেনের সঙ্গে তার বৈঠকগুলো বেশ শীতলভাবপূর্ণ হয়েছে, কারণ দ্বিপাক্ষিক সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে।পুরাতন বৈঠকগুলোর মধ্যে জ্যাজ কনসার্ট, মাছ ধরা এবং বন্ধুস্বভাবের আলোচনার মতো মুহূর্তগুলো ছিল। তবে সাম্প্রতিক বৈঠকগুলোতে বিষয়গুলো ঝুঁকিপূর্ণ ও কঠিন কূটনৈতিক চাপের দিকে চলে গেছে।
সূত্র: Al Jazeera