অনলাইন ডেস্ক:
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন একটি শীর্ষ ইরানি কর্মকর্তাকে জানিয়েছেন যে বেইরুত তার অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ গ্রহণ করবে না এবং হিজবুল্লাহকে অসামরিকীকরণ করার পরিকল্পনা নিয়ে তেহরানের বক্তব্য “গঠনমূলক নয়”।ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল প্রধান আলি লারিজানির বেইরুত সফর বুধবার অনুষ্ঠিত হয়। এটি ঘটেছে এক সপ্তাহ পরে যখন লেবানন সরকার ২০২৫ সালের শেষ পর্যন্ত ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে অসামরিকীকরণের পরিকল্পনা তৈরির নির্দেশ দেয়।আউন লারিজানিকে বলেন, “কারো জন্যও শস্ত্রধারী হওয়া বা বিদেশি সমর্থনকে লিভারেজ হিসেবে ব্যবহার করা অনুমোদিত নয়।” লারিজানি উত্তর দেন, ইরান লেবাননের সিদ্ধান্ত গ্রহণে হস্তক্ষেপ করে না এবং বিদেশি দেশগুলোকে লেবাননের ওপর আদেশ দেওয়ার কোনো অধিকার নেই।তিনি আরও বলেন, “লেবাননের সরকার যে কোনো সিদ্ধান্ত প্রতিরোধের সঙ্গে পরামর্শের মাধ্যমে নেয়, তা আমরা সম্মান করি। ইরান কোনো পরিকল্পনা বেঁধে আনে নি; যুক্তরাষ্ট্রই করেছে। যারা লেবাননের কাজে হস্তক্ষেপ করছে, তারা পরিকল্পনা ও সময়সীমা নির্ধারণ করছে।”লারিজানি যোগ করেন, লেবানন তার শত্রু ও বন্ধু বিভ্রান্ত করবে না—“আপনার শত্রু হলো ইস্রায়েল, আপনার বন্ধু হলো প্রতিরোধ।” তিনি হিজবুল্লাহর “মূল্য ও প্রতিরোধের গুরুত্ব” লেবাননের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।আল জাজিরার প্রতিবেদক জেইনা খোদর জানান, লারিজানি সফরে তার ভাষা কিছুটা কূটনৈতিক এবং নমনীয় রূপ নিয়েছেন, আগের দিনের তুলনায়।
সূত্র: Al Jazeera