রানা খান, আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণা আটপাড়ায় পালিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২৫। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।উক্ত আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক মহোদয়- এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমার,সহকারী (ভূমি) কমিশনার নিলুফা ইয়াসমিন নিপা,থানার তদন্ত (ওসি) প্রদীপ কুমার,উপজেলা ইমাম-উলামা পরিষদের সভাপতি মফিজুল ইসলাম, সাবেক ছাত্র নেতা রাসেল তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব টিটু ভুঁইয়া।এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় নারী উদ্যোক্তা ও অন্যান্য অতিথিবৃন্দ।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা। আলোচনা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তা ও প্রশিক্ষণার্থীদের মাঝে সম্মাননা পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।