অনলাইন ডেস্ক:
ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ লাম্পেদুসার কাছে নৌকাডুবিতে অন্তত ২০ জন শরণার্থী ও অভিবাসী প্রাণ হারিয়েছেন। বুধবার উদ্ধারকর্মীরা সমুদ্র থেকে ২০টি মরদেহ উদ্ধার করেন, আর ৬০ জনকে জীবিত উদ্ধার করে লাম্পেদুসায় নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে ৫৬ জন পুরুষ ও ৪ জন নারী জাতিসংঘের শরণার্থী সংস্থা (UNHCR) জানিয়েছে, এখনও নিখোঁজ রয়েছেন আরও অনেকে। প্রাথমিক হিসাব অনুযায়ী, ট্রিপোলি (লিবিয়া) এলাকা থেকে যাত্রা করা দুইটি নৌকায় মোট ৯২ থেকে ৯৭ জন ছিলেন। যাত্রাপথে একটি নৌকা ডুবে গেলে সবাই অপর নৌকায় ওঠেন, কিন্তু পরে সেটিও ভূমধ্যসাগরের উত্তাল ঢেউয়ে উল্টে যায়।UNHCR-এর তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত কেন্দ্রীয় ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ৬৭৫ জনের মৃত্যু হয়েছে। লিবিয়া থেকে ইউরোপগামী এই পথটিকে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ অভিবাসন রুট হিসেবে ধরা হয়, যেখানে মানবপাচার ও নির্যাতনের ঘটনাও ব্যাপক।উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে চারজনকে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ডানপন্থী সরকার ইতিমধ্যে মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করেছে এবং সমুদ্রপথে অবৈধ অভিবাসন রোধে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছে।
সূত্র: আল জাজিরা ,সংবাদ মাধ্যম