অনলাইন ডেস্ক:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটিতে পূর্বের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে নতুন কমিটিতে বিভিন্ন দোসরকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে এবং ত্যাগীদের কমিটিতে স্থান দেওয়ার দাবিতে বঞ্চিত নেতাকর্মীরা বুধবার বিকেল ৫টায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ^ম্ভরপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, বিএনপির সাবেক প্রচার সম্পাদক জুনাব আলী, সাবেক কোষাধ্যক্ষ জামির জালাল ও বিএনপি নেতা আব্দুর রহমান। এছাড়াও ফতেপুর ইউনিয়নের পদবঞ্চিত অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, বিগত ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ পালন করতে গিয়ে তারা রাজপথে থেকে হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। অথচ নতুন কমিটিতে স্থান না দিয়ে যারা পূর্বের সময় সুযোগ সুবিধা নিয়েছেন, তারা এখন পদপদবী ভাগ করে নিয়েছে।মানববন্ধনে উপস্থিত নেতারা জোর দাবি জানিয়েছেন, দ্রুত এই বিতর্কিত কমিটি বাতিল করে ত্যাগীদের কমিটিতে স্থান দিতে হবে, এবং এ বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেছেন