মিঠাপুকুর প্রতিনিধি, রংপুর।
রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের দুর্গাপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক মৎস্যচাষীর পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধনের অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত চাষী মোঃ মোসলেম মোল্লা এ ঘটনায় প্রতিবেশী তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।ঘটনা ঘটে গত মঙ্গলবার গভীর রাতে। বুধবার সকালে প্রতিদিনের মতো মাছের খাবার দিতে গিয়ে মোসলেম মোল্লা দেখতে পান, পুকুরের পানি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং মাছগুলো পানির ওপর ভেসে আছে। দুপুরের মধ্যে অধিকাংশ মাছ মারা যায়। এতে প্রায় এক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।আট মাস আগে প্রায় পাঁচ মণ মাছের পোনা ছাড়েন তিনি, যা বিক্রি করে সংসারের আর্থিক সঙ্কট দূর করার পরিকল্পনা ছিল। তবে দীর্ঘদিন ধরে প্রতিবেশী মুন্নু মিয়া (৬০), তার স্ত্রী মনোয়ারা বেগম (৫৩) ও মেয়ে মনিষা আক্তারের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ঘটনার আগের দিন বিকেলে অভিযুক্তরা তার স্ত্রীকে প্রকাশ্যে হুমকি দেয় বলেও অভিযোগ।জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার সহকারী নিউজ এডিটর হৃদয় হাসান সাকিব বলেন, “আমার অনুপস্থিতির সুযোগে অভিযুক্তরা পরিকল্পিতভাবে বাবার ক্ষতি করছে। তারা লাঠিসোঁটা নিয়ে হামলার চেষ্টা করেছে এবং মিথ্যা মামলার ভয় দেখিয়েছে। প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করছি।অভিযুক্ত মনোয়ারা বেগম বলেন, “আমরা এই কাজ করিনি। কে করেছে জানি না, তদন্ত করলেই আসল ঘটনা বের হবে।মিঠাপুকুর থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্ত চলছে।ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। মানবাধিকার সংস্থা ও মানবাধিকার প্রেসক্লাব এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।বিশেষজ্ঞদের মতে, জমি বা সম্পত্তি নিয়ে দীর্ঘমেয়াদি বিরোধের দ্রুত সমাধান না হলে এমন ঘটনা বারবার ঘটতে পারে।