লক্ষ্মীপুরের রায়পুরে প্রসাশনের উদ্যোগে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলার ১০টি ইউনিয়নের ৪৫ জন দুস্থ পুরুষ ও নারীর হাতে ঘর মেরামতের জন্য ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। এসময় নগদ ৬ হাজার টাকা করে ৪৫ জনকে ৯০ বান টিন ও দুই লাখ ৭০ হাজার টাকা দেয়া হয়।বৃহস্পতিবার (১৪ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্তরে ৪৫ জন ব্যক্তিদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন ওসি নিজাম উদ্দিন ভুইয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্ত আবদুল হাই, রায়পুর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক তাবারক হোসেন আজাদ, বনিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ, সম্পাদক আলমগীর হোসেন ও সমাজ সেবক কামরুল আল মামুন ও রায়পুর উপজেলা প্রেসক্লাবের রিয়াদ হাওলাদার প্রমূখ। ইউএনও ইমরান খাঁন বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা অসহায় মানুষকে ৯০ বান্ডিল ঢেউটিন ও দুই লাখ টাকা ৭০ হাজার টাকা বিতরণ করেছি। ভবিষ্যতেও সরকারের পক্ষ থেকে এ কার্যক্রম অব্যাহত থাকবে।