অনলাইন ডেস্ক :
ইসরায়েলের ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ পশ্চিম তীরের বিতর্কিত E1 এলাকায় সাড়ে ৩ হাজারের বেশি নতুন বসতি নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছেন। আন্তর্জাতিক মহল এ ঘোষণার তীব্র সমালোচনা করেছে।জাতিসংঘের মুখপাত্র স্টেফানে দুজারিক বলেছেন, এই পদক্ষেপ “দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে শেষ করে দেবে।” ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান কায়া কাল্লাস একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন।একই সময়ে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গত বৃহস্পতিবার অন্তত ৩২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৩ জন ত্রাণের অপেক্ষায় ছিলেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৬১ হাজার ৭৭৬ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৫৪ হাজার ৯০৬ জন আহত হয়েছেন।এছাড়া গত ২৪ ঘণ্টায় ক্ষুধাজনিত আরও ৪ জনের মৃত্যু নিশ্চিত হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৯-এ, যার মধ্যে ১০৬ শিশু রয়েছে।অন্যদিকে, ফিলিস্তিনি নেতৃত্ব বলছে, পশ্চিম তীরের নতুন বসতি প্রকল্প বাস্তবায়ন হলে এটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে চিরতরে ধ্বংস করবে।
সূত্র : আল জাজিরা