অনলাইন ডেস্ক :
নিউ দিল্লি, ভারত : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলাস্কায় বৈঠক করবেন, তবে এই বৈঠকের প্রভাব কেবল ইউক্রেন বা ইউরোপে সীমাবদ্ধ থাকবে না; এটি ভারতেও সরাসরি প্রভাব ফেলতে পারে।সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে ভারত রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক বজায় রেখেছে, আর যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুত বাড়তে থাকা সম্পর্কের মাধ্যমে নতুন কৌশল তৈরি করেছে। বিশেষ করে জর্জ ডাব্লিউ. বুশ ও বারাক ওবামা প্রশাসনের সময় থেকে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক দৃঢ় হয়ে আসে এবং ট্রাম্পের প্রথম মেয়াদেও তা বজায় থাকে বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ভারতের ওপর এই আস্থা মূলত চীনকে ভারসাম্য রক্ষার একটি কৌশল হিসেবে নিয়েছিল। চীনের অর্থনৈতিক ও সামরিক প্রভাব বাড়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র এশিয়ায় বেশি মনোযোগ দিয়েছে, যার অংশ ছিল Quad ফোরাম—ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র।তবে সাম্প্রতিককালে ট্রাম্প ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যা যে কোনো দেশের পণ্যের ক্ষেত্রে সবচেয়ে বেশি। এর অর্ধেক শুল্ক ভারতীয় ক্রুড় তেলের জন্য আরোপিত হয়েছে, যা ভারত ইউক্রেন যুদ্ধ চলাকালীন রাশিয়া থেকে ক্রয় করেছে। অন্যদিকে, চীন—যা ভারত থেকে বেশি রাশিয়ান তেল কিনছে—তাকে এই শুল্ক থেকে আপাতত অব্যাহতি দেওয়া হয়েছে।এই অবস্থার কারণে প্রশ্ন উঠেছে যে, ট্রাম্পের নীতি কি চীন-বিরোধী এশিয়া নীতি থেকে সরাসরি ভারতের মতো ঐতিহ্যগত বন্ধুদের প্রতি নীতি পরিবর্তনের দিকে এগোচ্ছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ এশিয়ায় স্থিতিশীলতা ও কৌশলগত সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে।
সূত্র : আল জাজিরা