টাঙ্গাইলের নাগরপুরে বিএনপির চেয়ারপারসন ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগষ্ট) বেলা ১১টায় বিএনপি’র দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও নাগরপুরের বিভিন্ন মসজিদে বেগম খালেদা জিয়ার জন্য বিএনপির নেতাকর্মী ও বিএনপির ভক্তদের উদ্যোগে দোয়া কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দলীয় কার্যালয়ে নাগরপুর উপজেলা বিএনপি’র সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম এ সালামের সভাপতিত্বে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মো. যুবায়ের দোয়া মাহফিলে বিশেষ দোয়া প্রর্থনা করেন। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।