সৈয়দ সময় ,নেত্রকোনা :
নেত্রকোনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে নেত্রকোনা ছোটবাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।মিলাদ ও দোয়া মাহফিলে জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তারা দেশনেত্রীর শারীরিক সুস্থতা, দীর্ঘ জীবন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের কল্যাণ কামনা করে মোনাজাত করেন। নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীমের সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ডাঃ মোঃ আনোয়ারুল হক বিশেষ অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সদস্য জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী যুগ্ন আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু সহ অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সারা জীবন সংগ্রাম করেছেন। তার সাহসী নেতৃত্ব ও ত্যাগ দেশের মানুষের হৃদয়ে অম্লান হয়ে আছে। রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে তিনি আজ গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এ সময়ে দেশের মানুষের দোয়া ও সমর্থন সবচেয়ে বেশি প্রয়োজন বলে তারা উল্লেখ করেন।বিশেষ মোনাজাত পরিচালনা করেন স্থানীয় এক খ্যাতনামা আলেম, যিনি দেশনেত্রীর সুস্থতা ও দেশের সমৃদ্ধি কামনা করেন। পরে উপস্থিতদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়