শাহজাদপুর প্রতিনিধি
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সিরাজগঞ্জের শাহজাদপুরে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মিল্ক ভিটার ভাইস চেয়ারম্যান জিয়াউদ্দিন এহিয়া খান মজলিস (বাবুল) নির্দেশনায় সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের সাবেক সংসদ সদস্য মরহুম কামরুদ্দিন এহিয়া খান মজলিস (সরোয়ার) এর বাসভবনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শাহজাদপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. জয়নাল আবেদিনের সভাপতিত্বে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক আরিফ উদ্দিন আরিফ, আবু বকর সিদ্দিক (সুইডেন বকর), শাহজাদপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. রমজান আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তরিকুল ইসলাম মাহমুদ, শাহজাদপুর পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক কে এম হারুনুর রশিদ হারুন, জাহাঙ্গীর হোসেন, শাহজাদপুর পৌর বিএনপির সাবেক আহবায়ক তোফাজ্জেল হোসেন বিপুল প্রমূখ।এছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে খান মজলিস পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন আনোয়ার সাদাত খান মজলিস রেয়াজ।অনুষ্ঠানে বক্তরা বলেন, খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ রাজনৈতিক জীবন উৎসর্গ করেছেন। তিনি আপসহীন ও গণমানুষের নেত্রী। খালেদা জিয়া অসুস্থ থাকার পরও দেশের মানুষের কথা ভেবে দেশত্যাগ করেননি। নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে ছিলেন তিনি। তার সুস্থতার জন্য সবার দোয়া অত্যন্ত প্রয়োজন।শেষে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন হযরত শাহ মাখদুম জামে মসজিদের খাদের হাজী আলহাজ্ব হুজুর। এতে শাহজাদপুর বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী এবং এলাকাবাসী অংশ নেন।