অনলাইন ডেস্ক:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী রাজিউর রহমান বাহাদুরের বিরুদ্ধে। শুক্রবার সকালে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কাপরিয়া বস্তি গ্রামে এ ঘটনা ঘটে।আহত গৃহবধূ লাভলী আক্তার (৩৫), চার মাসের অন্তঃসত্ত্বা, বর্তমানে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।লাভলীর স্বামী তোফাজ্জুল ইসলাম জানান, প্রায় এক বছর আগে জমি কেনাবেচার জন্য রাজিউর রহমান বাহাদুর স্ট্যাম্পের মাধ্যমে তাদের কাছ থেকে ১ লাখ ৩০ হাজার টাকা নেন। পরে জমি না দিয়ে টাকা ফেরত দিতে টালবাহানা করতে থাকেন। “আমি অসুস্থ হয়ে ভারতে গিয়ে চিকিৎসা শেষে দেশে ফিরে আসার পর টাকা না থাকায় জমি নেওয়া সম্ভব হয়নি। তাই আমি টাকা ফেরত চাইলে দীর্ঘ এক বছর ধরে তারা কালক্ষেপণ করে আসছে,” বলেন তোফাজ্জুল।তিনি আরও জানান, শুক্রবার সকালে স্ত্রীর মাধ্যমে টাকা চাইতে পাঠালে রাজিউরের পরিবারের লোকজন তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর করে ও পেটে লাথি মারে। এতে তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় তিনি সুষ্ঠু বিচার দাবি করেছেন।এ বিষয়ে অভিযুক্ত রাজিউর রহমান বাহাদুরকে ফোনে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “সরজমিনে গিয়ে তদন্ত করুন,” এরপর তিনি ফোন কেটে দেন।পীরগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই হালিম বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে দুজন এসআইকে তদন্তে পাঠানো হয়েছে। তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।