অনলাইন ডেস্ক:
চট্টগ্রামের বাঁশখালীতে মোজাহের আহমদ (৪৯) নামে এক মামলার বাদীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতের কোনো আ এক সময়ে উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। পরে পুলিশ একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।নিহত মোজাহেরহমদ ওই এলাকার মো. শেয়ার আলীর ছেলে। তার ছোট ভাই মো. জহিরুল ইসলাম জানান, কয়েক মাস আগে স্থানীয় দেলোয়ার নামে এক ব্যক্তি মোজাহেরের ছেলে শাকিলকে মারধর করে। এ ঘটনায় মোজাহের বাদী হয়ে দেলোয়ারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর জেরে আসামিরা চলতি বছরের ৯ মে তাদের ঘরে আগুন দেয় এবং দোকানের মালামাল লুটপাট করে।জহিরুলের অভিযোগ, বৃহস্পতিবার (১৪ আগস্ট) ওই মামলার হাজিরা শেষে বাড়ি ফেরার পথে পূর্ব থেকে ওঁত পেতে থাকা বিবাদীরা মোজাহেরকে ধরে নিয়ে যায়। পরে হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে তাকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেয়।বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে