অনলাইন ডেস্ক
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সাবেক সাব-রেজিস্ট্রার সহিবুর রহমান স্বপন (৭০) ওরফে স্বপন প্রধানীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার স্বনামধন্য ও বিত্তশালী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।শনিবার ভোর ছয়টার দিকে উপজেলার মডেল মসজিদের পাশের গেদ্ধারের বিলের কচুরিপানার নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত স্বপন প্রধানী নাগেশ্বরী পৌর শহরের সাতানী পাড়ার বাসিন্দা ছিলেন। একসময় তিনি সাব-রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে তিনি গেদ্ধারের বিলের পাশে জমি কিনে ‘লেক সিটি’ নামে একটি স্থাপনা গড়ে তোলেন। বিলের পাশেই তার মালিকানাধীন হোলিকেয়ার ক্লিনিকের একটি কক্ষে মাঝেমধ্যে অবস্থান করতেন তিনি।এলাকার লোকজনের ধারণা, পরিকল্পিতভাবে তাকে হত্যা করে মরদেহ কচুরিপানার নিচে ফেলে রাখা হয়েছে। পুলিশও প্রাথমিকভাবে হত্যার আশঙ্কা করছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তালহা নামের এক সৎ ভাইকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, “মরদেহটি কচুরিপানার নিচে লুকানো ছিল। উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আমরা এটিকে হত্যাকাণ্ড মনে করছি, তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”এই ঘটনাকে কেন্দ্র করে নাগেশ্বরী উপজেলায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে নানা আলোচনা-সমালোচনা চলছে।