সৈয়দ সময় ,নেত্রকোনা :
কলমাকান্দা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম টুটন ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১১ আগস্ট) সকালে ইন্তেকাল করেছেন । তিনি স্ত্রী, তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।লাশ দেশে পৌঁছানোর পর শুক্রবার (১৫ আগস্ট) বিকাল ৩টায় কলমাকান্দা স্টেডিয়াম মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকাল ৪টায় নিজগ্রাম চত্রংপুরে দ্বিতীয় জানাজার শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।মরহুমের জানাজায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেত্রকোনা জেলা ও বিভিন্ন উপজেলার নেতাকর্মী, অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিসহ সর্বস্তরের জনগণ অংশ নেন