সৈয়দ সময় , নেত্রকোনা :
কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের দক্ষিণ কান্দাপাড়া গ্রামের জহিরুল ইসলাম (৩৩) বুধবার থেকে নিখোঁজ ছিলেন।পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার তাকে অপহরণকারীরা ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছিল। শুক্রবার, ১৫ আগস্ট, পরিবার টাকা পাঠানোর পর সন্ধ্যা ছয়টায় নেত্রকোণা সদর উপজেলার মেদনী ইউনিয়নের রঙের বাজার এলাকায় তার লা/শ উদ্ধার করা হয়।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, “আমরা টাকা দিয়েছি, কিন্তু তাকে ফেরত পাওয়া যায়নি।বর্তমানে লা/শ সিধলী তদন্ত কেন্দ্রে রয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চালাচ্ছে