নিজস্ব প্রতিবেদক:
শুভ জন্মাষ্টমী উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শাস্ত্রমতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ মানব রূপে ধরাধামে আবির্ভূত হন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।শনিবার সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদের সহযোগিতায় একটি শোভাযাত্রা বের হয়। শহরের কালীবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও মন্দির প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। পরে সেখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি অ্যাডভোকেট রাধাকান্ত সূত্রধর। সাধারণ সম্পাদক প্রসেজিৎ নন্দীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান ডিও।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট শেরেনুর আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল বণিক প্রমুখ।নেতৃবৃন্দরা বলেন, ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগে দুষ্টের দমন ও শিষ্টের পালনের উদ্দেশ্যে দেবকী ও বাসুদেবের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর শিক্ষাই আজও মানবসমাজের জন্য দিশারি। তারা বলেন, আগামীর স্বনির্ভর বাংলাদেশ গঠনে সব ধর্মের মানুষকে একে অপরের পরিপূরক হয়ে একটি বাসযোগ্য সুন্দর সমাজ নির্মাণে এগিয়ে আসতে হবে