অনলাইন ডেস্ক:
জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, চলতি বছরের মে মাসের শেষ দিক থেকে গাজায় ত্রাণের সন্ধানে গিয়ে অন্তত ১ হাজার ৭৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আগস্টের শুরুর দিকে প্রকাশিত পূর্বের তথ্যের তুলনায় এই সংখ্যা কয়েকশো বেড়েছে।শুক্রবার (১৫ আগস্ট) ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় গাজা উপত্যকার বিভিন্ন স্থানে আরও অন্তত ৪৪ জন নিহত হয়েছে বলে হাসপাতাল সূত্রে আল জাজিরাকে জানানো হয়েছে। গাজা সিটিতে নিরবচ্ছিন্ন বোমাবর্ষণ ও ধ্বংসযজ্ঞের কারণে হাজারো মানুষ আটকা পড়েছেন, যাদের জন্য নিরাপদ আশ্রয়ের কোনো পথ খোলা নেই।একই দিনে ক্ষুধায় আরও এক ফিলিস্তিনি শিশু মৃত্যুবরণ করেছে। এর ফলে গাজায় অভুক্ত অবস্থায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪০ জনে, যার মধ্যে ১০৭ শিশু রয়েছে। এই তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।ফিলিস্তিনে চলমান যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৬১ হাজার ৮২৭ জন নিহত এবং এক লাখ ৫৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে চালানো হামলায় ১ হাজার ১৩৯ জন নিহত হয়েছিল এবং দুই শতাধিক মানুষকে বন্দি করা হয়।
সূত্র: আল জাজিরা, জাতিসংঘ মানবাধিকার দপ্তর