নওগাঁ জেলা সদর উপজেলায় ও মহাদেবপুরে পৃথক দুটি স্থানে যাত্রীবাহী বাসের ধাক্কায় আরজু (৫৯) এবং মজিবর রহমান (৬৫) নামে দু’ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নারী ও শিশুসহ ৬ জন আহত হয়েছেন। এদুটি দূর্ঘটনা ঘটে শনিবার সকাল সোয়া ১০ টারদিকে নওগাঁ পুলিশ লাইনের প্রধান গেটের সামনে এলাকায় এবং দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের ঘোষপাড়া মোড় এলাকায়। নিহত মজিবর রহমান মহাদেবপুর উপজেলার মহিষবাথান উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও উপজেলা সদরের ঘোষপাড়া এলাকার বাসিন্দা ও নিহত আরজু মহাদেবপুর উপজেলার হাটচকগৌরী গোয়ালবাড়ি গ্রামের বাসিন্দা। আহত ৬ জন হলেন, মরজিনা বেগম (৩৯), শিশু আয়েশা সিদ্দিকা (৭), আরিশা খাতুন (৮), সুমি আক্তার (৪১), খাইরুল ইসলাম (৩৪), নিলয় (২২)।জানাগেছে, অবসর প্রাপ্ত শিক্ষক মজিবর রহমান সাইকেলে যোগে বাজার থেকে বাসায় ফেরার পথে ঘোষপাড়া মোড়ে পৌছালে একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কাদিলে তাকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করার কিছু পর তার মৃত্যু হয়। অপরদিকে শনিবার সকাল সোয়া ১০ টারদিকে নওগাঁ সদরে পুলিশ লাইনের সামনে চৌমাশিয়ামোড়-হাটচকগৌরী এলাকা থেকে নওগাঁ শহর অভিমুখি চার্জার ব্যাটারী চালিত যাত্রীবাহী একটি অটো-বাইক পৌছালে এসময় নওগাঁ বালুডাঙ্গা বাস স্টান্ড থেকে ছেড়ে আসা রাজশাহী গামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় অটো-বাইক দুমড়ে- মুচড়ে যায় এবং চালক ও নারী-শিশুসহ ৭ যাত্রী গুরুতর আহত হয়। এসময় স্থানিয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেন। দায়িত্বরত চিকিৎসক অটো-বাইক চালক আরজুকে মৃত ঘোষণা করেন এবং আহত মরজিনা, আয়েশা সিদ্দিকা, আরিশা নামে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন ও অপর আহত ৩ জন সুমি, খাইরুল ও নিলয়কে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পৃথক দুটি দূর্ঘটনায় দু’ জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর ও নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ।