সৈয়দ সময় , নেত্রকোনা :
কাজের স্বীকৃতি স্বরুপ জুলাই-২৫ শ্রেষ্ঠ এএসআই(নিরস্ত্র) শাহিন খান কে পুরস্কার দেওয়া হয়েছে ।নেত্রকোণা জেলা পুলিশ সুপার ির্জা সায়েম মাহমুদ পিপিএম এই পুরস্কার প্রদান করেন ।শাহিন খান তার অনুভূতিগুলো প্রকাশ করে বলেন,এই অর্জন তার একার নয়। নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহ্ নেওয়াজ নিখুঁত দিক নির্দেশনা, সহকর্মীদের সহযোগিতার কারণে অর্জিত। দায়িত্ব ও কর্তব্য পালনে এ অর্জন তাকে আরো উৎসাহিত করবে