অনলাইন ডেস্ক:
গাজার সবচেয়ে বড় শহর গাজা সিটিতে দখল অভিযান শুরুর আগে ইসরায়েল ভয়াবহ হামলা চালাচ্ছে। সোমবার (১৮ আগস্ট) ভোর থেকে চালানো এসব হামলায় শুধু গাজা উপত্যকাতেই অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।হামাস ইসরায়েলের গাজা সিটি দখল এবং সেখানকার বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটি বলছে, ইসরায়েলের আশ্রয় ও মানবিক সহায়তার প্রতিশ্রুতি “স্পষ্ট প্রতারণা” ছাড়া আর কিছুই নয়।মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে, ইসরায়েল গাজায় “ইচ্ছাকৃতভাবে ক্ষুধা সৃষ্টির অভিযান” চালাচ্ছে এবং পরিকল্পিতভাবে ফিলিস্তিনি জনগণের স্বাস্থ্য, সামাজিক কাঠামো ও জীবন-জীবিকা ধ্বংস করছে।অন্যদিকে, গত রোববার ইসরায়েলে শত-শত হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। যুদ্ধবিরতি এবং গাজায় আটক বন্দিদের মুক্তির দাবিতে এটি ছিল ২২ মাসের যুদ্ধে অন্যতম বৃহৎ বিক্ষোভ।প্রকাশিত তথ্যানুযায়ী, ইসরায়েলের চলমান আগ্রাসনে এ পর্যন্ত গাজায় অন্তত ৬১ হাজার ৮২৭ জন নিহত এবং এক লাখ ৫৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০’র বেশি মানুষকে বন্দি করা হয়।
সূত্র: আল জাজিরা