সালমান আহম্মেদ, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোনার রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করলেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য ও জেলা বিএনপি’র সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে কেন্দুয়া প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন, আসন্ন জেলা বিএনপি’র সম্মেলনে সাধারণ সম্পাদক পদে তিনি প্রার্থী হচ্ছেন।আগামী ৩০ আগস্ট নেত্রকোনার ঐতিহাসিক মুক্তারপাড়া মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত জেলা বিএনপি’র সম্মেলন। এই সম্মেলনে ১৫টি ইউনিটের ১,৫১৫ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দলীয় সূত্রে জানা গেছে, ভার্চুয়ালি যুক্তরাজ্য থেকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।ড. হিলালীর রাজনৈতিক যাত্রা শুরু ছাত্রজীবনে। জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী থেকে উঠে এসে দীর্ঘ সংগ্রামের পথে তিনি বিএনপি’র বিভিন্ন স্তরের দায়িত্ব সামলেছেন। আন্দোলন-সংগ্রামে ছিলেন অগ্রণী ভূমিকায়, সহ্য করেছেন জেল-জুলুম ও নির্যাতন। রাজনীতি তাঁর কাছে ক্ষমতার হাতিয়ার নয়, বরং মানুষের অধিকার আদায়ের সংগ্রামের মাধ্যম।সভায় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন—“রাজনীতিতে আসার পর থেকে নানা প্রতিকূলতা সয়ে এসেছি। কারাবাস, দমন-পীড়ন সবই মোকাবিলা করেছি মানুষের অধিকার আদায়ের জন্য। আমি চাই একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠুক। জেলা বিএনপিকে ঐক্যবদ্ধ করাই হবে আমার প্রথম কাজ।”তিনি আশ্বাস দিয়ে বলেন—“যদি জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাই, তবে নেত্রকোনার রাজনীতিকে আরও শক্তিশালী করব। জনগণের পাশে থাকব। সাংবাদিকরা মানুষের কণ্ঠস্বর— তাই আজকের এই মতবিনিময়ের মাধ্যমেই আমি আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করলাম।”শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, সংগঠক হিসেবেও ড. হিলালীর সুনাম রয়েছে। জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালনকালে তিনি কর্মীদের ঐক্য ধরে রেখেছেন এবং নতুন প্রজন্মকে রাজনীতিতে সম্পৃক্ত করেছেন। আন্দোলনের মাঠে সবসময় কর্মীদের পাশে থেকেছেন।ব্যক্তিজীবনেও তিনি একজন শিক্ষিত ও সমাজহিতৈষী মানুষ। চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিগ্রিধারী এই নেতা চিকিৎসা সহায়তা থেকে শুরু করে শিক্ষাক্ষেত্রে অবদান রেখে আসছেন দীর্ঘদিন। সাধারণ মানুষ তাঁকে শুধু একজন রাজনীতিবিদ নয়, সমাজসেবক হিসেবেও শ্রদ্ধা করে।সভায় উপস্থিত সাংবাদিকরা তাঁর ত্যাগ-তিতিক্ষা, রাজনৈতিক দায়বদ্ধতা এবং সাংগঠনিক দক্ষতার প্রশংসা করেন। তারা মত দেন, ড. রফিকুল ইসলাম হিলালী যদি জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন, তবে নেত্রকোনার রাজনীতিতে একটি নতুন ইতিবাচক ধারা সৃষ্টি হবে।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, সাংবাদিক রাখাল বিশ্বাস, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন সালাম, সহ-সভাপতি লুৎফুর রহমান হৃদয়, সাধারণ সম্পাদক কায়সার তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল,শাকিব আহমেদ, সালমান আহম্মেদসহ স্থানীয় নবীন ও প্রবীণ সাংবাদিকরা উপস্থিত ছিলেন