অনলাইন ডেস্ক:
অদ্য ১৮ আগস্ট ২০২৫, বিকাল ৩.৩০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ সুরমা থানার রেলস্টেশন এলাকায় একটি প্রকাশ্য অভিযান পরিচালনা করে। অনলাইনে ‘শিলং তীর’ জুয়া খেলার সময় ০৩ (তিন) জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন:
১. আব্দুল করিম (৩৫), পিতা-মৃত বাতির মিয়া, সাং-মোহাম্মদপুর, থানা-দক্ষিণ সুরমা, সিলেট।২. মিরাজ আহমদ (৩৫), পিতা-মৃত তৈয়ব আলী, সাং-আহমদ নগর, পোস্ট-আধরা, থানা-শাহরাস্তি, চাঁদপুর। বর্তমানে সাং-লাউয়াই, থানা-দক্ষিণ সুরমা, সিলেট।৩. নয়ন দাস (৫৪), পিতা-মৃত সুশীল দাস, সাং-রাজনগর, থানা-দিরাই, সুনামগঞ্জ। বর্তমানে সাং-কামাল বাজার, থানা-দক্ষিণ সুরমা, সিলেট।উক্ত ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে