অনলাইন ডেস্ক:
র্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকা থেকে সাজা পরোয়ানাভুক্ত পলাতক দুই আসামি রাজু (৩৭) ও মো. হামিদুল (৩৪) কে গ্রেফতার করা হয়েছে।র্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি রাজু (৩৭) লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা মেঘা গ্রামের বাসিন্দা। তাকে বিজ্ঞ আদালত দণ্ডবিধি ১৮৬০ এর ৩৩২ ধারায় দোষী সাব্যস্ত করে ৩ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে দণ্ডবিধি ১৮৬০ এর ৩৫৩ ধারায় তাকে আরও ৩ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।অপর আসামি মো. হামিদুল (৩৪) একই গ্রামের মো. আ. মোতালেবের ছেলে। তিনি রমনা মডেল থানার মামলা নং- ১(৬)১৫, ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(খ) ধারায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি।গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় র্যাব-১০ এর একটি দল অভিযান চালিয়ে গোয়ালীমান্দ্রা এলাকা থেকে দুই আসামিকে গ্রেফতার করে। পরবর্তীতে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে