দিনাজপুর ঘোড়াঘাট উপজেলায় সেনাবাহিনীর তল্লাশি অভিযানে একটি যাত্রীবাহী বাসের যাত্রীর কাছে থাকা কাগজের প্যাকেট থেকে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এসময় মোশারফ হোসেন (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।আটক মোশারফ হোসেন ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। সোমবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার কলাবাড়ি দাখিল মাদ্রাসা এলাকার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও পুলিশ।এসময় ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা ঢাকা গামী রাজ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালিয়ে মোশারফ হোসেনের কাছে থাকা একটি কাগজের প্যাকেট থেকে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে আটক মোশারফ হোসেনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে ঘোড়াঘাট অস্থায়ী সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মো. আব্দুল আহাদ জানান, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে মহাসড়কে টহল ও তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে আদালত সোপর্দ করা হয়েছে।