হবিগঞ্জে ৬০ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
শরিফ চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারম্নঘাট উপজেলার উবাহাটা এলাকায় অভিযান চালিয়ে ৬০ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছের্ যাব-৯।
গ্রেফতারকৃতরা হল, উপজেলার উবাহাটা গ্রামের নুরম্নল হকের পুত্র কাজী হোসাইন মোহাম্মদ (২৫) ও সদর উপজেলার জগতপুর গ্রামের অলিউর রহমানের পুত্র জয়নাল আবেদিন বশির(৩৭)। রোববার রাতে তাদের গ্রেফতার করে।
র্যাব-৯ এর সিনিয়র এএসপি আফসান আল আলম সোমবার দুপুরে নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যসায়ীদের বিরম্নদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশিস্নষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত গাজা চুনারম্নঘাট থানায় হস্ত্মান্ত্মর করা হয়েছে