বিভাগীয় কমিশনারের কার্যালয় সিলেট এর আয়োজনে এবং উপজেলা প্রশাসন আজমিরীগঞ্জ এর সহযোগিতায় আজমিরীগঞ্জ উপজেলায় মাদক, ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷ ১৩ ফেব্রুয়ারী সোমবার বিকেলে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার, সিলেট ড. মোহাম্মদ মোশাররফ হোসেন এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান, উপজেলা নির্বাহী অফিসার সালেহা সুলতানা সুমী, সহকারী কমিশনার (ভূমি), সফিকুল ইসলাম,ভাইস চেয়ারম্যানগণ, উপজেলায় কর্মরত বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ, সভাপতি, উপজেলা আওয়ামীলীগ, আজমিরীগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, মিডিয়ার প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণ।
সমাবেশ শেষে প্রধান অতিথি কৃষকদের মাঝে ফিতা পাইপ বিতরণ ও সুবর্ণ নাগরিকগণের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। এছাড়াও তিনি বানিয়াচঙ্গ উপজেলায় খান বাহাদুর ওয়াকফ স্টেটের ০১ নং কাচারী ভবনের সীমানা প্রাচীর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।