
সৈয়দ সময় ,নেত্রকোনা :
তারুণ্যের উৎসব উপলক্ষে “জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২৫” প্রাথমিক পর্ব রাউন্ড-১ এর ফুটবল প্রতিযোগিতা ১৭ সেপ্টেম্বর নেত্রকোণা আধুনিক স্টেডিয়ামে নেত্রকোণা বনাম টাঙ্গাইল জেলা দলের মধ্যে অনুষ্ঠিত হয়েছে।উক্ত খেলায় টাঙ্গাইল জেলা দলকে নেত্রকোণা জেলা দল ৪-১ গোলে পরাজিত করে বিজয়ী হয়েছে। নেত্রকোণা দলের পক্ষে রাসেল ২ গোল, বিজয় ১ গোল, কামরুল ১ গোল এবং টাঙ্গাইল দলের পক্ষে একমাত্র গোলটি করেন বিষ্ণু সরকার।এসময় উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান , পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) রাফিকুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিমসহ ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ । এছাড়াও জেলার ক্রীড়ামোদি দর্শকবৃন্দ খেলা উপভোগ করেন।
এই post বিষয়ে আলোচনা করুন