অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন পেশাজীবী সংগঠন।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে ধর্মপাশা ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে অবস্থিত উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ,ধর্মপাশা উপজেলা প্রেসক্লাব। পরে একে একে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, জাতীয় শ্রমিক লীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এদিকে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন থেকেও ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সকাল আটটায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে!