
সৈয়দ সময়,নেত্রকোনা :
নেত্রকোনায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে আর্থিক স্বার্থে পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের পর বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) চুক্তি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে।বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) এস. এম. মঈন উদ্দীন আহম্মেদের স্বাক্ষরিত ৬ অক্টোবরের এক নোটিশ করা হয়।এই নির্দেশের ফলে ডাক্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আপাতত স্থগিত করা হয়েছে।উইমেন ইনভাইরনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (উইডু) নামে দরপত্রে অংশ নেওয়া এক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী অভিযোগ করেছেন, নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম ও স্বজনপ্রীতির আশ্রয় নিয়ে আউটসোর্সিং অভিজ্ঞতাহীন প্রতিষ্ঠানকে চুক্তি দিয়েছেন।তিনি বলেন, নিজে লাভবান হতে অযোগ্য লোকদের কাজ দেওয়া হয়েছে।সূত্র জানায়, সাতটি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নিলেও গত ৯ সেপ্টেম্বর ডাক্ট ইঞ্জিনিয়ারিং লি. নামের প্রতিষ্ঠানকে এক কোটি ২৮ লাখ ৫৬ হাজার টাকায় চুক্তির নোটিশ দেওয়া হয়। তবে ওই প্রতিষ্ঠানের আউটসোর্সিং কাজে কোনো পূর্ব অভিজ্ঞতা নেই।তথ্য অধিকার আইন ২০০৯ অনুসারে প্রতিবেদক প্রকল্পসংক্রান্ত তথ্য চাইলে, নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে শুধু চুক্তির নোটিশ (NoA) সরবরাহ করা হয়। অন্যান্য নথি ব্যক্তিগত গোপনীয়তার কারণ দেখিয়ে withheld করা হয়যোগাযোগ করা হলে নেত্রকোনা পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বলেন,বিষয় টি অফিসিয়াল প্রসিডিউরের মাধ্যমে ব্যাখ্যা দেওয়া হবে ।এর আগে ২১ সেপ্টেম্বর অনলাইন পোর্টাল ‘নাগরিক ডটকম’-এ একই বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হলে বিপিপিএ বিষয়টি তদন্তে নেয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চুক্তি স্থগিত রয়েছে বলে জানা গেছে।
এই post বিষয়ে আলোচনা করুন