
সৈয়দ সময়,নেত্রকোনা:
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার শিবনগর কান্দাপাড়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনে জালিয়াতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা।বোর্ড সূত্রে জানা যায়, মোঃ রাসেল মিয়া নামে এক ব্যক্তি বোর্ডের ই-ফাইল (নং ২৩৩২৫১১৩০১৪১) এর মাধ্যমে অভিযোগ করেন যে, উক্ত মাদ্রাসার ম্যানেজিং কমিটি গোপনে এবং নিয়মবহির্ভূতভাবে গঠন করা হয়েছে।অভিযোগের ভিত্তিতে বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদের স্বাক্ষরিত এক চিঠি ০৭ অক্টোবর ২০২৫ তারিখে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), কলমাকান্দা-কে পাঠানো হয়। চিঠিতে ঘটনাস্থলে সরেজমিন তদন্ত পরিচালনা করে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।চিঠিতে আরও উল্লেখ করা হয়, তদন্তের কাজে কমিটি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারকে তদন্ত দলের বাইরে রাখতে হবে।এ নির্দেশনার অনুলিপি জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।বোর্ডের সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে মাদ্রাসার ম্যানেজিং কমিটি বাতিলসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
এই post বিষয়ে আলোচনা করুন